৫টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করছে ডেসকো



এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। শুক্রবার বিকেল ৫টায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এসময় ডেসকোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে। বনানী, পূর্বাচল, বসুন্ধরা, উত্তরা এবং টঙ্গীতে এই ৫টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ হবে। শুক্রবার বনানীর উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।
প্রকল্পটি বাস্তিবায়িত হলে ১৩২ কে.ভি. সঞ্চালন পর্যায়ে ৬৪০ মেগাওয়াট এবং ৩৩ কে.ভি. বিতরণ পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা বাড়বে।

Comments