'বিনিয়োগের বাইরের কালো টাকা জব্দ করা উচিত'

প্রধানমন্ত্রীর অর্থবিষযক উপদেষ্টা ড. মসিউর রহমান মনে করেন, কালো টাকা বিনিয়োগ না হলে তা জব্দ করা উচিত। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, 'যে টাকার হিসাব দিতে পারি না, যে টাকা দেখানো যায় না সেই টাকা জব্দ করা উচিত।'

মূল্য সংযোজন কর (মূসক) দিবস-২০১১ উপলক্ষে আয়োজিত ওই সভা শেষে সাংবাদিকরা অপ্রদর্শিত আয় বিনিয়োগে চলতি অর্থবছরে সরকারের দেওয়া সুযোগ বিষয়ে জানতে চান। জবাবে মসিউর রহমান বলেন, 'বিনিয়োগের অর্থ নয়। যে টাকা বিনিয়োগ হচ্ছে না, অথচ আয়ের উৎস জানাতে পারছে না_ সে টাকা জব্দ করা উচিত।'


http://www.bd-pratidin.com/index.php?view=details&type=gold&data=Entertainment&pub_no=434&cat_id=1&menu_id=1&news_type_id=1&index=18

Comments