বিভিন্ন
উন্নয়নমূলক খাতে ৭০ কোটি ৬০ লাখ টাকা খরচ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
মূলত নুডলস ম্যানুফেকচারিং লাইন, স্ন্যাক্স ম্যানুফেকচারিং লাইন, কার্টুন
মিক্সারিং লাইন, টানেল ওভেন ক্রয় করবে এবং একটি ভবন নির্মান করবে।
কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত
অনুযায়ী একটি নুডলস ম্যানুফেকচারিং লাইন জাপান থেকে ক্রয় করা হবে, যেখানে
এনসিলারি এবং প্যাকিং সম্পন্ন মেশিনারি থাকবে। আর এর জন্য ব্যায় নির্ধারণ
করা হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। এ টাকা কোম্পানি এবং ব্যাংক থেকে নেয়া হবে।
এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ৯ হাজার মেট্রিকটন। একই সাথে একটি
স্ন্যাক্স ম্যানুফেকচারিং লাইন ক্রয় করা হবে চায়না থেকে, আর এর খরচ
নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। এ খরচ ব্যাংক এবং কোম্পানির পক্ষ
থেকে নির্বাহ করা হবে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ৯ হাজার
মেট্রিকটন।
এছাড়া
একটি কর্গোরেশন সহ কার্টুন ম্যানুফেকচারিং লাইন ক্রয় করা হবে চায়না থেকে,
আর এর খরচ নির্ধারণ করা হয়েছে ১২ কোটি টাকা। এ খরচ ব্যাংক এবং কোম্পানির
পক্ষ থেকে নির্বাহ করা হবে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ৬ কোটি ৬০
লাখ মেট্রিকটন।
একটি
এনসিলারি মেশিন সহ একটি ওভেন ক্রয় করা হবে ভারত ও চায়না থেকে, আর এর খরচ
নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ২০ লাখ টাকা। এ খরচ ব্যাংক এবং কোম্পানির পক্ষ
থেকে নির্বাহ করা হবে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ১ হাজার ৮০০
মেট্রিকটন। এবং কোম্পানির কুতুবপুর কারখানা প্রাঙ্গনে ৮৮ হাজার স্কয়ারফিট
বিল্ডিং এবং সাব-স্টেশনের নির্মান কাজ ধরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার খরচ
নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এ খরচ কোম্পানির পক্ষ থেকে নির্বাহ করা
হবে। এ ভবন নতুন মেশিনারি স্থাপন করতে এবং ভবিষ্যতে প্রয়োজনে ব্যাবহার করা
হবে।
Source : http://www.sharenews24.com/
Comments
Post a Comment