উৎপাদন বাড়াতে রোটর মেশিন স্থাপন করবে জাহিন স্পিনিং

এক সেট রোটর মেশিন স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, রোটর স্পিনিং সেট স্থাপন করার জন্য আনুমানিক ৭ কোটি টাকাব্যয় হবে । নিজস্ব তহবিল থেকে এই টাকার সংস্থান করা হবে।
মেশিন স্থাপনের ফলে কোম্পানির বার্ষিক বিক্রি বাড়বে ১০ কোটি টাকা। আর ইউনিট থেকে মোট মুনাফা হবে ২ কোটি টাকা। এতে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা বাড়বে ১ কোটি ৭০ লাখ টাকা।
রোটর ইউনিটে বর্তমান ইউনিটের বর্জ্য তুলা ও সুতা দিয়ে ফের সুতা উৎপাদন করা হবে। প্রকল্পটি ২০১৭ সালের আগস্টের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Source:  http://pujibazar.com/

Comments