কেপিসিএলের দুই ইউনিটের মেয়াদ বাড়ছে

Image result for kpcl bangladesh
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেডের (কেপিসিএল) দুই ইউনিটের মেয়াদ বাড়ছে ৫ বছর। সময় বাড়ানোর জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) আবেদন করেছে কোম্পানটি। ইতোমধ্যে একটির মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। মন্ত্রণালয় ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির অডিটর রহমান রহমান হক এর একটি পর্যবেক্ষণ প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, কেপিসিএল ইউনিট-২ ও ইউনিট-৩ মেয়াদ শেষ হয়ে গেছে। এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় পর্যবেক্ষণে অবশ্য জানানো হয়, কোম্পানি ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র দুটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে। একই সঙ্গে বিপিডিবির কাছে ২৩ কোটি ১২ লাখ টাকা উদ্ধারের জন্যও গুরুত্ব আরোপ করেছেন। বিপিডিবির কাছে পাওনা টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ।
এদিকে গত ১৬ নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে ৬টি বেসরকারি খাতের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছে সরকার। একইসঙ্গে নতুন করে ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের ৬টিই ফার্নেস অয়েলভিত্তিক।
বিদ্যুৎকেন্দ্রগুলো হলো-মেসার্স খুলনা পাওয়ার ইউনিট কোম্পানি-২ লিমিটেড, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড, মেসার্স ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিমিটেড, ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, মেসার্স এক্রোন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড এবং মেসার্স খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড।
এর মধ্যে কেপিসিএল ইউনিট-২ এর প্রতি কিলোওয়াট বিদ্যুতের  ট্যারিফ হার  নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা; যা আগে ছিল ১৫ টাকা ৮৭ পয়সা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা অর্থসূচককে বলেন, রহমান রহমান হক ৩০ জুন ২০১৬ আর্থিক প্রতিবেদনের উপর যে আপত্তি দিয়েছে, তার উত্তরনে কাজ চলছে। আশা করছি খুব শিগগির বিষয় দুটির সমাধান হবে।


Comments