হংকং, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে নতুন ব্র্যান্ডের মূলধনি যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি সিমেন্ট ব্যাগ উত্পাদনের জন্য এ যন্ত্রপাতি আমদানি করবে। এজন্য কোম্পানিটির ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।
বিএমআরই প্রকল্পের অধীনে যৌথভাবে ব্যাংক ও নগদ অর্থায়নের মাধ্যমে একটি টু প্লাই পিপি সিমেন্ট উত্পাদনকারী লাইন স্থাপন করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি বছরে ২ কোটি ৫০ লাখ পিস ব্যাগ তৈরি করতে পারবে।
৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি দেশবন্ধু পলিমার। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গেল হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা, আগের বছর যা ছিল ৪১ পয়সা। ২০১৫ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২১ ডিসেম্বর সকাল ৯টায় নরসিংদীর কারখানা প্রাঙ্গণে দেশবন্ধু পলিমারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ২১ নভেম্বর।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ কোম্পানির অনিরীক্ষিত ইপিএস হয়েছে ১৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১১ টাকা।
ডিএসইতে গতকাল এ শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক ৯৪ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সায়।
সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৪ দশমিক ৮৮, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৫ দশমিক ৯৪।
দেশবন্ধু গ্রুপের কোম্পানিটি পিপি ওভেন ব্যাগ উত্পাদন করে। ২০০৭ সালে তাদের কারখানা চালু হয়। ২০১১ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ারের ৩৩ দশমিক ৫৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে, প্রতিষ্ঠান ৫ দশমিক ৩০ ও বাকি ৬১ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Comments
Post a Comment