২০১৮ সালে নতুন প্রকল্প চালু করবে ইউনিট হোটেল


২০১৮ সালের মাঝামাঝি সময়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নতুন প্রকল্প হোটেল ‘দ্য শেরাটন বনানী’ চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর আলী।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ইউনিক হোটেলে কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান।
মোহাম্মদ নুর আলী বলেন, ওই বছরের জুলাইয়ের মধ্যে আমরা ‘শেরাটন বনানী’ চালু করতে পারবো। নকশা ও অন্য কিছু কারণে প্রকল্পের কাজ শেষ হতে সামান্য দেরি হচ্ছে।
‘হোটেলটি ২০১৭ সালের মাঝামাঝিতে চালু হওয়ার কথা ছিল, তবে বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে আরও ১ বছর বাড়ানো হল।’
তিনি বলেন, ওয়েস্টিন হোটেলের পাশের খোলা জায়াগাটাতে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করার জন্য অনুমোদন লাভ করেছি। এছাড়া ওয়েস্টিন টু নামে নতুন একটি হোটেল খুলবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড; যেটি আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেল ও ওয়েস্টিন যৌথভাবে পরিচালনা করবে। নতুন হোটেলের জন্য গুলশানে প্রায় ২ লাখ বর্গফুট জায়গা কেনা হয়েছে।
অনুষ্ঠানে ১৮ মাসের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয় বিনিয়োগকারীরা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ২ টাকা ৪০ পয়সা। এসময় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮৮ টাকা ৩ পয়সা।
কোম্পানি সচিব মো. শরিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান সেলিনা আলী।
এসময় কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসীন, গাজী মোহাম্মদ শাখাওয়াত হোসেন, চৌধুরী নাফিজ শারাফাত, স্বতন্ত্র পরিচালক গোলাম মুস্তফাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Source : http://www.sharenews24.com/

Comments