পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ 
ইস্পাত ও সামিট পাওয়ার প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। 
দুটি প্রতিষ্ঠান বিদেশ থেকে এই ঋণ নেবে।
এর মধ্যে জিপিএইচ ইস্পাত নেবে ১০০ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকা। এ ছাড়া সামিট বরিশাল পাওয়ার নেবে ৫০ মিলিয়ন ডলার (৩৯৫ কোটি টাকা) ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার নেবে ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার (২১৮ কোটি টাকা)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির ১০৬তম সভায় এসব ঋণ প্রস্তাব অনুমোদন হয়। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলে গত ছয় বছরে বিদেশি ঋণ অনুমোদনের পরিমাণ দাঁড়াল ৮ হাজার ৮০৬ মিলিয়ন ডলার (৬৯ হাজার ৫৭২ কোটি টাকা)। দেশি-বিদেশি উভয় খাতের প্রতিষ্ঠান কম সুদের এ ঋণসুবিধা গ্রহণ করেছে।
জানা গেছে, জিপিএইচ ইস্পাতকে জার্মানির বিএইচএফ ব্যাংক থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। এ ঋণের মেয়াদ হবে সাড়ে ১২ বছর। সুদের হার ১ দশমিক ৪ শতাংশ+৩ মাস লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদের হার)। প্রতিষ্ঠানটি ঋণের অর্থ দিয়ে অস্ট্রিয়া থেকে মূলধনি যন্ত্র আমদানি করবে।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণের টাকায় নতুন কারখানা করা হবে। এতে আমাদের উৎপাদন ক্ষমতা ১০ লাখ টন ছাড়িয়ে যাবে। পাশাপাশি ইস্পাত কাঠামো তৈরির কাঁচামালও আমরা উৎপাদন করতে পারব।’
একই সভায় সামিট বরিশাল পাওয়ার লিমিটেডকে ৫০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। ইসলামিক কো-অপারেশন ফর দ্য ডেভেলপমেন্ট (আইসিডি) অব দ্য প্রাইভেট সেক্টর থেকে এ ঋণ আসবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান আইসিডি। এ ঋণের মেয়াদ ১২ বছর। সুদের হার ৪ দশমিক ২৫ শতাংশ+৩ মাস লাইবর। এ ছাড়া সামিট নারায়ণগঞ্জ পাওয়ারকে (ইউনিট-২) ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি।
সদ্য বিলুপ্ত বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে গত বুধবার পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি ৮৮০ কোটি ৬৭ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়।
http://www.sharenews24.com
এর মধ্যে জিপিএইচ ইস্পাত নেবে ১০০ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকা। এ ছাড়া সামিট বরিশাল পাওয়ার নেবে ৫০ মিলিয়ন ডলার (৩৯৫ কোটি টাকা) ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার নেবে ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার (২১৮ কোটি টাকা)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির ১০৬তম সভায় এসব ঋণ প্রস্তাব অনুমোদন হয়। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলে গত ছয় বছরে বিদেশি ঋণ অনুমোদনের পরিমাণ দাঁড়াল ৮ হাজার ৮০৬ মিলিয়ন ডলার (৬৯ হাজার ৫৭২ কোটি টাকা)। দেশি-বিদেশি উভয় খাতের প্রতিষ্ঠান কম সুদের এ ঋণসুবিধা গ্রহণ করেছে।
জানা গেছে, জিপিএইচ ইস্পাতকে জার্মানির বিএইচএফ ব্যাংক থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। এ ঋণের মেয়াদ হবে সাড়ে ১২ বছর। সুদের হার ১ দশমিক ৪ শতাংশ+৩ মাস লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদের হার)। প্রতিষ্ঠানটি ঋণের অর্থ দিয়ে অস্ট্রিয়া থেকে মূলধনি যন্ত্র আমদানি করবে।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণের টাকায় নতুন কারখানা করা হবে। এতে আমাদের উৎপাদন ক্ষমতা ১০ লাখ টন ছাড়িয়ে যাবে। পাশাপাশি ইস্পাত কাঠামো তৈরির কাঁচামালও আমরা উৎপাদন করতে পারব।’
একই সভায় সামিট বরিশাল পাওয়ার লিমিটেডকে ৫০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। ইসলামিক কো-অপারেশন ফর দ্য ডেভেলপমেন্ট (আইসিডি) অব দ্য প্রাইভেট সেক্টর থেকে এ ঋণ আসবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান আইসিডি। এ ঋণের মেয়াদ ১২ বছর। সুদের হার ৪ দশমিক ২৫ শতাংশ+৩ মাস লাইবর। এ ছাড়া সামিট নারায়ণগঞ্জ পাওয়ারকে (ইউনিট-২) ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি।
সদ্য বিলুপ্ত বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে গত বুধবার পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি ৮৮০ কোটি ৬৭ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়।
http://www.sharenews24.com
Comments
Post a Comment