DSE INDEX Analysis 07-08-2016

ডিএসই সুচক গত সপ্তাহের শেষ কার্য দিবসে রেসিস্তান্স জোন এ একটি ''বিকেলের তারা'' তৈরি করেছে এবং তার আগের কেন্ডেলটিই ছিল একটি ওপেনিং ''মাইরাবুঝো'' | সপ্তাহের প্রথম ট্রেডিং দিবসেই ''বিকেলের তারা'' এর পর একটি বেয়ারিশ কেন্ডেল দেখা দিয়েছে, সব মিলিয়ে তিন কেন্ডেল এর সমষ্টিগত বেয়ারিশ পেটার্ন তৈরি হয়েছে এ অবস্থায় ''সম্পর্কিত শক্তির নির্দেশক'' ৭০ এর আসে পাশে অবস্থানকরছে | এ ছাড়া একটি ডাবল টপ হওয়ার সম্ভবনাও দেখা দিয়েছে, যদি ইন্ডেক্স এই অবস্থা থেকে কারেকশনে যায় এবং ডাবল টপ নিশ্চিত করে সেক্ষেত্রে বেয়ারিশ গতিপ্রকিতি আরো শক্তি লাভ করতে পারে |

DSEX 

Comments