টেলিযোগাযোগ
খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবসা
বাড়তে চলেছে। এ নিয়ে গত ৬ জুন ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেডের
(বিএসএনএল) সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে বিএসসিসিএল। এই ইজারা-চুক্তির
মাধ্যমে বিএসসিসিএল বছরে ১০ কোটি টাকার রাজস্ব অর্জন করবে। চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
সিএসই জানিয়েছে, দেশীমূল্য অপেক্ষা উচ্চমূল্যে আখাউড়ার মধ্যদিয়ে ভারতের ত্রিপুরায় ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করবে বিএসসিসিএল। এই চুক্তির অধীনে ব্যান্ডউইথ রিকয়্যারমেন্ট বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
Source : dailystockbangladesh
Comments
Post a Comment