বছরে ১০ কোটি টাকার চুক্তি বিএসসিসিএলের

টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবসা বাড়তে চলেছে। এ নিয়ে গত ৬ জুন ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে বিএসসিসিএল। এই ইজারা-চুক্তির মাধ্যমে বিএসসিসিএল বছরে ১০ কোটি টাকার রাজস্ব অর্জন করবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
BSCCL
সিএসই জানিয়েছে, দেশীমূল্য অপেক্ষা উচ্চমূল্যে আখাউড়ার মধ্যদিয়ে ভারতের ত্রিপুরায় ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ  সরবরাহ করবে বিএসসিসিএল। এই চুক্তির অধীনে ব্যান্ডউইথ রিকয়্যারমেন্ট বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

Comments