ডরিনের আরও একটি প্লান্ট ‍উৎপাদনে যাচ্ছে

ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের দ্বিতীয় পাওয়ার প্লান্টের উৎপাদনে যাওয়ার প্রস্তুতি শেষ। খুব শিগগিরই পাওয়ার প্লান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে বলে জানিয়েছেন কোম্পানি সচিব মাসুদুর রহমান।
মাসুদুর রহমান জানান, ১৭ জুন ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্লান্টের যাত্রা শুরু হয়। খুব শিগগিরই আরও একটি ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।
সোমবার দুপুরে স্টক বাংলাদেশকে তিনি জানান, প্রথমটির মতো দ্বিতীয়টিও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট।  মানিকগঞ্জের সিংগাইরে এটির অবস্থান।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পাওয়ার প্লান্টটির ৮০ শতাংশ ব্যবহার নিশ্চিত করতে পারলে আরও ৩১৩ কোটি টাকা বার্ষিক রাজস্ব আয় হবে কোম্পানিটির।

Comments