৩৬ কোম্পানির উদ্যোক্তাদের কাছে ৩০ শতাংশের কম শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩০ শতাংশের নীচে রয়েছে এমন কোম্পানীর সংখ্যা বর্তমানে ৩৬টি। এরমধ্যে ব্যাংকিং খাতে ৮টি, ইন্সুরেন্স খাতে ৫টি, লিজিং খাতে ২টি, তথ্য প্রযুক্তি খাতে ৪টি, ঔষধ ও রসায়ন খাতে ৪টি, প্রকৌশল খাতে ২টি, খাদ্য খাতে ২টি, সিরামিক খাতে ২টি এবং অন্যান্য খাতে ৭টি।

ব্যাংকিং খাতে ৮টি কোম্পানী হলো- উত্তরা ব্যাংক শুন্য শতাংশ, ইবিএল ৩.৪৩ শতাংশ, সিটি ব্যাংক ১২.৮৮ শতাংশ, এবি ব্যাংক ১৩.৯০ শতাংশ, পূবালী ব্যাংক ১৬.৭৫ শতাংশ, এসআইবিএল ২৬.৫০ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ২৮.৮৮ শতাংশ এবং এনবিএল ২৯.২১ শতাংশ।

ইন্সুরেন্স খাতে ৫টি কোম্পানী হলো-মেঘনা লাইফ ইন্সুরেন্স ১৫ শতাংশ, বিজিআইসি ১৬.৮২ শতাংশ, গ্রীনডেল্টা ২২.৫২, কর্ণফুলী ইন্সুরেন্স ২৩.১৫ শতাংশ এবং ফারইস্ট লাইফ ২৪.৯৮ শতাংশ।

তথ্য প্রযুক্তি খাতে ৪টি কোম্পানী হলো-ইনটেক ২.৫৯ শতাংশ, অগ্নি সিষ্টেম ৫.২৯ শতাংশ, বিডিকম ১৩.৩২ শতাংশ এবং আইএসএন ২১.৩৯ শতাংশ।

ঔষধ ও রসায়ন খাতে ৪টি কোম্পানী হলো-বেক্সিমকো ফার্মা ১০.৯৭ শতাংশ, একটিভ ফাইন ১৯.১০ শতাংশ, ন্যশনাল পলিমার ২২.৭৩% শতাংশ এবং সালভো ক্যামিকেল ২২.৬৯ শতাংশ। প্রকৌশল খাতে ২টি কোম্পানী হলো- আজিজ পাইপ ১০.৮৬ শতাংশ ও বিডি ওয়েল্ডিং ১১.৩১ শতাংশ।

খাদ্য খাতে ২টি কোম্পানী হলো-ফাইন ফুড ৮.৪ শতাংশ ও ফুওয়াং ফুড ১২.২৬ শতাংশ। সিরামিক খাতে ২টি কোম্পানী হলো-মুন্নু সিরামিক ১৫.৬২ শতাংশ ও ফুওয়াং সিরামিক ১৭.১৫ শতাংশ। অন্যান্য খাতে ৩০ শতাংশের নীচে কোম্পানীগুলি হলো কে এন্ড কিউ ৫.২২ শতাংশ, এপেক্স এডিএলসি ৯.০৯ শতাংশ, ইউনাইটেড এয়ার ১৩ শতাংশ, বেক্সিমকো ১৩.২৫ শতাংশ, মুন্নু জুটেক্স ২০.৩০ শতাংশ, সিনোবাংলা ২২.৫৯ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ২৪.৪৪ শতাংশ।
শেয়ার নিউজ ২৪/ এন/২১৫০ ঘ.
http://www.sharenews24.com/index.php?page=details&nc=02&news_id=1095

Comments