ছয় কোম্পানির ১৩ কোটি ডলার বৈদেশিক ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন

বেসরকারি খাতের ছয়টি কোম্পানির ১৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের বৈদেশিক ঋণগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে এ সংক্রান্ত সরকারি বাছাই কমিটি। বৃহস্পতিবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৭তম বৈঠকে প্রস্তাব তিনটি অনুমোদিত হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ তথ্য বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এ ছয়টি ঋণ প্রস্তাবের মধ্যে তিনটি প্রস্তাব নতুন এবং তিনটি প্রস্তাব পুরনো। নতুন তিনটি প্রস্তাবের ঋণের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ডলার। কোম্পানি তিনটি হলো_ আকিজ ওশান, রূপায়ন পোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিস লিমিটেড এবং ডেনিম্যাক লিমিটেড। কোম্পানি তিনটি জাহাজ কেনা, নদী বন্দরে কনটেইনার হ্যান্ডলিং টার্মিনাল নির্মাণ ও টেক্সটাইল মিল স্থাপনে এ ঋণ নেবে। এছাড়া বৈঠকে এর আগে আবেদন করা আরও তিনটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ইউনাইটেড গ্রুপের দুটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৪ কোটি ৫৫ লাখ ডলার এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পুনঃতফসিল করা ৫ কোটি ৮০ লাখ ডলারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ঋণের সর্বোচ্চ সুদহার লন্ডন আন্তঃব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে ৪ শতাংশ। যা কার্যকর হার হবে সর্বোচ্চ ৪ দশমিক ৪০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আরও বেশ কিছু কোম্পানি বিদেশি ঋণগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য আবেদন করেছে। যা অনুমোদন দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে। কমিটি আশা করে, এসব বৈদেশিক ঋণ টাকা-ডলারের বিনিময় হার স্থিতিশীল করবে এবং লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতিজনিত চাপ প্রশমনেও সহায়তা করবে। কেননা এসব ঋণ এক ধরনের অন্তর্মুখী এফডিআই। একই সঙ্গে এসব ঋণের কারণে কর্মসংস্থান সৃষ্টি হবে।

Comments