পুঁজিবাজার ধসে জড়িত ব্যাংকের কর্মকাণ্ড তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি গঠন

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত ব্যাংকগুলোর সামগ্রিক কর্মকাণ্ড খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসকে সুর চৌধুরীকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে গবর্নরের কাছে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি পুঁজিবাজারে ঘটে যাওয়া ভয়াবহ ধসের সঙ্গে কয়েকটি ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে বলে খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। ওই প্রদিবেদনে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি খতিয়ে দেখতে সুপারশি করা হয়েছে। এর ভিত্তিতে পুঁজিবাজারে অভিযুক্ত ব্যাংকগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করে করণীয় নির্ধারণের জন্য তদনত্ম কমিটি গঠন করল কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক কতর্ৃক গঠিত ৭ সদস্যবিশিষ্ট তদনত্ম কমিটির অন্য সদস্যরা হলেনথদু'জন মহাব্যবস্থাপক ও চার জন উপপরিচালক।


http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-05-30&ni=60208

Comments