কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারে টাকা দিলে ফল ভাল হবে না




ঢাকা, ২৮ মে (শীর্ষ নিউজ ডটকম): প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, শেয়ার বাজারে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা সরবরাহ করা হলে এর ফল ভাল হবে না। এতে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। তিনি বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা না আসলে ঝুঁকি ও অস্বাভাবিক আচরণ দূর করা সম্ভব হবে না ।
আজ রাজধানীর রূপসী বাংলা হোটেলে 'ক্যাপিটাল মার্কেট রিফর্ম' শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শেয়ার বাজারের ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু বিনিয়োগকারীদের পুঁজির ঝুঁকির কথা বলা হয়নি কখনো। এর ফলে পুঁজিবাজারে সাম্প্রতিক পতনের মত বড় ধরনের ঘটনা ঘটছে।
অনুষ্ঠানে এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রেসিডেন্ট শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। 


 
=============================
স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা গেলে পুঁজিবাজারের অস্বাভাবিক আচরণ (উত্থান-পতন) অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘যতদিন স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকবে, ততদিন ঝুঁকি ও অস্বাভাবিক আচরণ দূর করা সম্ভব হবে না।’

শনিবার সকাল ১১টায় হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) আয়োজিত শেয়ারমার্কেট সংস্কার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এই সেমিনারে প্রথম সেশনে বক্তব্য রাখেন এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম।

সেমিনারে সেশন চেয়ারপারসন হিসেবে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সালাহউদ্দীন আহমেদ খান।

ড. মশিউর রহমান বলেন, ‘শেয়ারবাজার বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে টাকা দিতে হবে এ কথা সঠিক হবে না। এর ফলে ভবিষ্যতে কী হবে সে হিসাব করতে গেলে দেখা যাবে, এর প্রভাব পড়বে মূল্যস্ফীতির ওপর।’

তিনি বিনিয়োগের নতুন পথ খুঁজে বের করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘সঞ্চয় রয়েছে কিন্তু বিনিয়োগ নেই। তার ফলে সাধারণ মানুষ বিনিয়োগের আশায় পুঁজিবাজারে ঝুঁকে পড়ছেন বেশি। দেশের বিনিয়োগ এখন ঋণ নির্ভর হয়ে পড়েছে। এক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঋণ নির্ভর।’

তিনি বলেন, ‘ঋণের টাকা দিয়ে বিনিয়োগ করা হলে সেখানে খাম-খেয়ালী থাকে। আর নিজের টাকায় করলে তার গুরুত্ব থাকে।’

এসইসির চেয়ারম্যান অধ্যাাপক এম খায়রুল হোসেন বলেন, ‘নৈতিকতার দিক থেকে এসইসিকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভলাটিলিটি ও মনিটরিং সার্ভিসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

পাশাপাশি ডিমান্ড ও সাপ্লাইয়ের ক্ষেত্রে সমম্বয় রাখার কথা উল্লে করে তিনি বলেন, ‘তা না হলে একটি গ্যাপ সৃষ্টি হয়, সেই গ্যাপেই বাজার বিভিন্ন আচরণ করে।’

তিনি বলেন, ‘ক্যাপিটাল মার্কেটকে বিকল্প বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোম্পানি আইন, এসইসি আইন পরিবর্তন করতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ প্রমুখ।

Comments

Post a Comment