হালকা প্রকৌশল শিল্পের কাঁচামাল হিসেবে আমদানিকৃত 'বেস মেটাল'-এর ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের সুপারিশ করেছে প্রকৌশল শিল্পমালিকরা। বর্তমানে 'বেস মেটাল'-এর ওপর ৭ থেকে ১২ শতাংশ আমদানি শুল্ক রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতি এ দাবি জানায়। গত সোমবার এনবিআরের সম্মেলনকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুর রাজ্জাক।
সভায় হালকা প্রকৌশল শিল্পের ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানগুলোর তৈরি পণ্যের মূল্য সংযোজনের ওপর ৩ শতাংশ মূসক আরোপের বিধান করে তা বাস্তবায়নের জন্য এসআরও জারির প্রস্তাব করা হয়।
আবদুর রাজ্জাক বলেন, আগে পণ্য মেরামতের ওপর মূসক আরোপিত ছিল না। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মেরামতের ওপর মূসক আরোপিত হয়। পরবর্তী সময়ে এনবিআর পক্ষ থেকে মেরামত সেবার ওপর এই মূসক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। আর তাই মাঠপর্যায়ের মূসক কর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের ভুল বোঝাবুঝির অবসানের জন্য এ বিষয়ে এনবিআরের অবস্থান স্পষ্ট করা অতীব আবশ্যক।
http://dailykalerkantho.com/?view=details&type=gold&data=Recipe&pub_no=476&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=1
এ ছাড়া কুটির শিল্প হিসেবে নিবন্ধনের শর্ত শিথিল করারও প্রস্তাব করেন তিনি। এ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত ন্যাচারাল এমরফস গ্রাফাইট পাউডার, ন্যাচারাল ফ্লেগ গ্রাফাইট পাউডার, কোল কোক পাউডার, ক্যালসাইন্ড পেট্রোলিয়াম কোক, সালফার পাউডার, ক্রড কোল টার, কোল টার পিচের আমদানি শুল্ক করার প্রস্তাব করেন ব্যবসায়ীরা। বর্তমানে এই কাঁচামালগুলোর ওপর ৫ থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে।
ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির পক্ষ থেকে দেশের অভ্যন্তরে এলপি গ্যাস গ্যাস সিলিন্ডার উৎপাদনপর্যায়ে মূসক অব্যাহতিদান এবং এলপি গ্যাস সিলিন্ডার আমদানিপর্যায়ে সর্বোচ্চপর্যায়ে শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতি এ দাবি জানায়। গত সোমবার এনবিআরের সম্মেলনকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুর রাজ্জাক।
সভায় হালকা প্রকৌশল শিল্পের ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানগুলোর তৈরি পণ্যের মূল্য সংযোজনের ওপর ৩ শতাংশ মূসক আরোপের বিধান করে তা বাস্তবায়নের জন্য এসআরও জারির প্রস্তাব করা হয়।
আবদুর রাজ্জাক বলেন, আগে পণ্য মেরামতের ওপর মূসক আরোপিত ছিল না। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মেরামতের ওপর মূসক আরোপিত হয়। পরবর্তী সময়ে এনবিআর পক্ষ থেকে মেরামত সেবার ওপর এই মূসক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। আর তাই মাঠপর্যায়ের মূসক কর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের ভুল বোঝাবুঝির অবসানের জন্য এ বিষয়ে এনবিআরের অবস্থান স্পষ্ট করা অতীব আবশ্যক।
http://dailykalerkantho.com/?view=details&type=gold&data=Recipe&pub_no=476&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=1
এ ছাড়া কুটির শিল্প হিসেবে নিবন্ধনের শর্ত শিথিল করারও প্রস্তাব করেন তিনি। এ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত ন্যাচারাল এমরফস গ্রাফাইট পাউডার, ন্যাচারাল ফ্লেগ গ্রাফাইট পাউডার, কোল কোক পাউডার, ক্যালসাইন্ড পেট্রোলিয়াম কোক, সালফার পাউডার, ক্রড কোল টার, কোল টার পিচের আমদানি শুল্ক করার প্রস্তাব করেন ব্যবসায়ীরা। বর্তমানে এই কাঁচামালগুলোর ওপর ৫ থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে।
ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির পক্ষ থেকে দেশের অভ্যন্তরে এলপি গ্যাস গ্যাস সিলিন্ডার উৎপাদনপর্যায়ে মূসক অব্যাহতিদান এবং এলপি গ্যাস সিলিন্ডার আমদানিপর্যায়ে সর্বোচ্চপর্যায়ে শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়।
Comments
Post a Comment