১৫ এপ্রিলের মধ্যে বাইব্যাক বিষয়ে লিখিত মতামত প্রদানের নির্দেশ

ঢাকা, ৩০ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): আগামী ১৫ এপ্রিলের মধ্যে কোম্পানি আইনে বাইব্যাক (শেয়ার পুনঃক্রয়) ধারা সংযোজন বিষয়ে লিখিত মতামত প্রদানের জন্য নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানি আইন সংশোধন বিষয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর যৌথসভায় এ নির্দেশ প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিকে (বিএপিএলসি) আগামী ১৫ এপ্রিলের মধ্যে লিখিত মতামত প্রদানের জন্য বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের লিখিত মতামত পাওয়ার পরই বাইব্যাক বিষয়ে খসড়া আইনটি চূড়ান্ত করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় বাণিজ্য সচিবের সভাপতিত্বে এসইসির চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বাইব্যাক বিষয়ে খসড়া উপস্থাপিত হলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে বাইব্যাক বিষয়ে খসড়া আইনটি প্রস্তুত করেছে এসইসি।
বাইব্যাক বিষয়ে এসইসির তৈরি করা খসড়াতে কোম্পানির অতিরিক্ত মূলধন (ফ্রি রিজার্ভ) অথবা সিকিউরিটির প্রিমিয়াম হিসাব ব্যবহারের মাধ্যমে শেয়ার বাইব্যাক করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বাইব্যাক সম্পন্ন করার পরবর্তী ৭ দিনের মধ্যে কোম্পানি ক্রয়কৃত সিকিউরিটিজ বাতিল এবং ধ্বংসের বিধান রাখা হয়েছে। এছাড়া বাইব্যাকের প্রস্তাবিত আইনে বাইব্যাক সম্পন্ন করার পরবর্তী দুই বছর পর্যন্ত কোম্পানির মূলধন বৃদ্ধির উপর বিধি নিষেধ আরোপ করার বিধান রাখা হচ্ছে। এছাড়া এ আইনে কোম্পানির বাইব্যাক সম্পন্ন হওয়ার পরবর্তী ২৪ মাসের মধ্যে বোনাস শেয়ার ব্যতীত এইরূপ সিকিউরিটিজ ইস্যু করতে পারবে না বলে প্রস্তাব করা হয়েছে।
এসইসির প্রস্তাবিত আইনে বাইব্যাকের পরিমাণ কোম্পানির মোট পরিশোধিত মূলধন এবং ফ্রি রিজার্ভের সর্বোচ্চ দশ শতাংশ বাইব্যাক করা যাবে। তবে কোম্পানির দায়ের পরিমাণ ইহার মোট মূলধন এবং ফ্রি রিজার্ভের দ্বিগুণের বেশি হলেও বাইব্যাক করা যাবে না। কোম্পানির নিজস্ব অথবা সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে অথবা মূল কোম্পানির মাধ্যমে শেয়ার বাইব্যাক করা যাবে না। এছাড়াও কোম্পানির কোনো ব্যাংকের দেনা ও সুদ, ডিবেঞ্চার বা অগ্রাধিকারভুক্ত শেয়ারের ওপর অর্জিত সুদ পরিশোধে ব্যর্থ হলে বাইব্যাকের সুবিধা গ্রহণ করতে অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হলেও শেয়ার বাইব্যাক করতে পারবে না। বাইব্যাক সম্পন্ন হওয়ার পরবর্তী এক বছর কোম্পানিটি দেউলিয়া হবে না মর্মে ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে।

Comments