পুঁজিবাজার বিপুল সম্ভাবনাময় হয়ে উঠেছে প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ডিএসই সভাপতি

ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সভাপতি মোঃ শাকিল রিজভী বলেছেন, সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার দিন দিন বিনিয়োগকারীদের কাছে বিপুল সম্ভাবনাময় হয়ে উঠেছে। কিন্তু বিনিয়োগকারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় কমপস্নায়েন্স কর্মকর্তারা এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য বিকল্প ও কার্যকর ভূমিকা পালন করতে পারেন। ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত ৬ দিনব্যাপী 'কমপস্নায়েন্স এ্যান্ড এ্যাসোসিয়েটেড ইসু্য' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসই সভাপতি বলেন, বিনিয়োগকারীদের সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা স্টক এঙ্চেঞ্জ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এসব প্রশিক্ষণের জন্য পুঁজিবাজার সংশিস্নষ্ট সকল মহলের এগিয়ে আসতে হবে। বিনিয়োগকারীদের অনেকেই কোম্পানির বার্ষিক রিপোর্ট বুঝতে ও তুলনামূলক পর্যালোচনা করতে পারেন না। ব্রোকার হাউসের প্রতিপালন কর্মকর্তারা বিনিয়োগকারীদের এসব বিষয় সহায়তা দিতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিপালন কর্মকর্তারা হাউজের হিসাব রক্ষণাবেক্ষণ, এসইসির নির্দেশনা প্রভৃতি প্রতিপালনে সচেষ্ট থাকবেন। পরে ডিএসই সভাপতি প্রশিক্ষণাথর্ীদের কর্মজীবনে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগানোর বিশেষ তাগাদা দেন।
প্রশিক্ষণে ডিএসইর প্রারম্ভিক ধারণা, হিসাব ও নথিপত্র রক্ষণাবেক্ষণ, সিডিবিএলের ভূমিকা ও কার্যাবলী, স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা, আর্থিক প্রতিবেদন পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। গত সোমবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ডিএসই ট্রেনিং একাডেমির ইনচার্জ ও উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান ও চার্টার্ড এ্যাকাউনট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া উপস্থিত ছিলেন।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=34&dd=2011-03-31&ni=54197

Comments