নতুন বাজারে পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধিঅস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারতে রপ্তানি প্রবৃদ্ধি ৫০ থেকে ২০৮ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম আট মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার ৪২ শতাংশ। ইউরোপ-আমেরিকার বাইরে নতুন বাজারে রপ্তানি প্রবৃদ্ধির হার আরো বেশি। অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভারতে প্রবৃদ্ধি হয়েছে ৫০ থেকে ২০৮ শতাংশ। নতুন ও পুরনো বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরই এ খাত থেকে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
জানা গেছে, চীন থেকে রপ্তানি অর্ডার বাংলাদেশমুখিতার পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণে উচ্চ রপ্তানি আয় হচ্ছে এ খাত থেকে। ক্রেতারা বাংলাদেশি তৈরি পোশাকের মূল্যও বাড়িয়ে দিচ্ছেন।
পোশাকপণ্যের বিশ্ববাজারের পরিমাণ প্রায় ৪০০ বিলিয়ন ডলার। প্রতিবছর ১৫ শতাংশ হারে এ বাজার বাড়ছে। এই বাজারের সবচেয়ে বড় দখলদার চীনের ক্রেতারাও বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করছে। বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা তুরস্কেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে।
ইপিবির তথ্য অনুযায়ী, বিশ্ব মন্দা কাটিয়ে জেগে ওঠা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় চলতি অর্থবছরে নতুন বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি। ২০১০-২০১১ অর্থবছরের প্রথম ছয় মাসে অস্ট্রেলিয়ায় ৭১, ব্রাজিলে ১২০ শতাংশ, চীনে ১৮৯ শতাংশ ও ভারতে ২০৮ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সময়ে জাপানে ৫০ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৮৭ শতাংশ, রাশিয়ায় ৯৮ শতাংশ ও তুরস্কে ৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, গত ২০০৯-২০১০ অর্থবছরে বাজার সম্প্রসারণে ব্যাপক অগ্রগতি হয়েছে। জাপানে গত অর্থবছরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩৩ শতাংশ। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় ৩১২ শতাংশ, চীনে ৯৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৭৪ শতাংশ ও তুরস্কে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও বিশ্ব মন্দার কারণে ওই অর্থবছর তৈরি পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র ১ দশমিক ২২ শতাংশ। নতুন বাজার সম্প্রসারণে গত অর্থবছর থেকে সরকার তিন বছর মেয়াদি একটি বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছে। বিজিএমইএর বিদায়ী সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, সরকারের প্রণোদনা পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে টনিকের মতো কাজ করছে। সরকারের প্রণোদনা ঘোষণার পর থেকেই পোশাক শিল্প মালিকরা নতুন বাজারে তাঁদের পোশাক রপ্তানিতে ব্যাপকভাবে উৎসাহ পেয়েছেন। নতুন বাজারের ক্রেতারাও আগ্রহী হচ্ছেন বাংলাদেশের দিকে। ইতিমধ্যে কয়েকটি নতুন দেশের আমদানিকারকরা ঢাকায় তাঁদের অফিস স্থাপন করেছেন বলে জানান সালাম মুর্শেদী। তবে ভারতের বাজারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রপ্তানিকারকরা। তাঁদের মতে, দেশটির পোশাকের বাজার ২৮ বিলিয়ন ডলারের। প্রতিবছর ১৮ শতাংশ হারে এ বাজার বাড়ছে। দেশটিতে মধ্যবিত্তের সংখ্যা ৪৫ কোটি। ভারত নিজেরা তৈরি পোশাক রপ্তানি করলেও দেশটিতে বাংলাদেশি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে পোশাক শিল্প মালিকরা মনে করছেন, চীনে শ্রমের মূল্য বাড়ায় তৈরি পোশাকের দামও বেড়েছে। ফলে দেশটি থেকে ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকছে। অন্যদিকে, শ্রমের মূল্য বাড়ায় চীন এখন আর কমদামের পোশাক তৈরিতে আগ্রহী নয়। এ দিক বিবেচনায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের কমমূল্যের পোশাক কেনার জন্য বাংলাদেশের বাইরে খুব বেশি বিকল্প নেই। ফলে অনেকটা বাধ্য হয়েই ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়িয়ে দিতে আগ্রহী হচ্ছে। এ অবস্থায় পুরনো বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণের মধ্যেই এ শিল্পের ভবিষ্যৎ বিকাশ দেখতে পাচ্ছেন উদ্যোক্তারা। নতুন বাজারের দিকে আগ্রহী হয়ে উঠছেন তাঁরা। বিজিএমইএ বলছে, বাংলাদেশের পোশাক আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধার শর্ত শিথিল করেছে। জাপানও নিটওয়্যারের ওপর আরোপিত জিএসপির শর্ত শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে চীন ও ভারত থেকে আরো অনেক ক্রেতা বাংলাদেশ থেকে পোশাক আমদানি করবে। এর সঙ্গে তুরস্কে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখা, যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া গেলে আগামী তিন বছরের মধ্যে ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব।
Comments
Post a Comment