পুঁজিবাজারে আর্থিক খাতের প্রতিষ্ঠান আইসিবি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে। সম্প্রতি অর্থ মন্ত্রনালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে আইসিবি'র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রতি ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার দেয়ার প্রস্তাব করেছে সরকারী মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। অর্থ মন্ত্রনালয়ে প্রেরিত প্রস্তাবে আইসিবি'র প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৯০০ টাকা প্রিমিয়াম নেয়ার প্রস্তাব করা হয়েছে। রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৮৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি বাংলাদেশ ফা-ে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। অবশিষ্ট অর্থ দিয়ে আইসিবির'র ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে।
আইসিবির প্রতিটি শেয়ারের বর্তমান বাজার দর ৩২০২ টাকা। এ কোম্পানির ২৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সরকারের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৮১ শতাংশ শেয়ার রয়েছে
http://www.blogger.com/post-create.g?blogID=4912864603269639152
আইসিবির প্রতিটি শেয়ারের বর্তমান বাজার দর ৩২০২ টাকা। এ কোম্পানির ২৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সরকারের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৮১ শতাংশ শেয়ার রয়েছে
http://www.blogger.com/post-create.g?blogID=4912864603269639152
Comments
Post a Comment