কারখানা সম্প্রসারণ করবে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কারখানা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য কোম্পানিটি কারখানা-সংলগ্ন জায়গায় অতিরিক্ত জমি ও মূলধনি মেশিনারি কিনবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির মূলধনি যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি ট্যাপ লাইন, ২০টি লুম, এক বেল প্রেস মেশিন, একটি অটো কাটিং সেলাই মেশিন, একটি প্রিন্টিং মেশিন ও আটটি সোনিক সেলাই মেশিন।
কারখানা সম্প্রসারণ করতে সিনোবাংলার মোট ব্যয় ধরা হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলার। কারখানা সম্প্রসারণের পর কোম্পানির প্রতি মাসে ১৫০ মেট্রিক টন উত্পাদন বাড়তে পারে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে গতকাল এ শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৭০ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৯ টাকা ৯০ পয়সায়।
২০১৫ সালের ৩১ অক্টোবর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিবিধ খাতের কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩১ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২৭ পয়সা। ২০১৫ সালে এর নিট মুনাফা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ টাকায়— যা এর আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা। ২০১৪ সালেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (নভেম্বর-এপ্রিল) আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি মুনাফা দেখিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথমার্ধে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩১ পয়সা। দ্বিতীয় (ফেব্রুয়ারি-এপ্রিল) প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৩৪ পয়সা, এক বছর আগে যা ছিল ৮ পয়সা। ৩০ এপ্রিল কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ৫৮ পয়সা
১৯৯৯ সালে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। রিজার্ভ ১৯ কোটি ৮৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৬০০টি। এর মধ্যে  ৩০ দশমিক ৬১ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৬ দশমিক ২৫ শতাংশ, বিদেশী ৯ দশমিক ৫৮ এবং বাকি ৫৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

Source : http://bonikbarta.com/ 

Comments