ব্যাংকের উদ্ধৃত্ত মুনাফা পুঁজিবাজারে বিনিয়োগে বাধা নেই

(শীর্ষ নিউজ ডটকম): বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত মুনাফা পুঁজিবাজারে বিনিয়োগে কোন বাধা দেবে না কেন্দ্রীয় ব্যাংক । সুদ হারের সীমা নির্ধারণ (লেন্ডিং ক্যাপ) না করলে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য জোর মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে বাংলাদেশ পুঁজিবাজার, তারল্য সংকট ও সুদ হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসায়ীদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিন ডেপুটি গভর্নর, দুজন নির্বাহী পরিচালক ও বারো জন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ , সালমান এফ রহমান, ডিসিসিআই প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, বিজিএমইএ প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
সাক্ষাত শেষে এ কে আজাদ বলেন, ২৯টি বাণিজ্যিক ব্যাংক ও ১২টি অর্থ লগি্নকারী প্রতিষ্ঠাণ চলতি অর্থ বছরে ৬০ হাজার কোটি টাকা মূনাফা করেছে। আমরা এ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ দাবি জানিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মনিটরিং করা হবে বলে জানান তিনি।
বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়ার দাবি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ দাবী মানতে নারাজ । তবে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক তদারকি করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের অনুৎপাদন খাতে বিনিয়োগ নিরুত্তসাহিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কয়েকটি খাতে ঋণের সবর্োচ্চ সীমা বাধ্যবাধকতা উঠিয়ে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক তাদের সুদের হার ইচ্ছা মতো বৃদ্ধি করে।তবে আগামী বাজেট পাশের আগে বাজারে তারল্য সমস্যা সমাধান হয়ে যাবে বলেও মনে করেন তারা।
এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, পুঁজিবাজার উস্ফোলন হবার আগে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করেছিল ঠিক। তবে সময় মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নি। এ উস্ফোলন ঘটার কয়েক মাস আগেও যদি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা যেত তবে এই অবস্থার সৃষ্টি হতো না।
তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো পুুঁজিবাজারে বিনিয়োগ বাড়ালে তা সাময়িকের জন্য হয়তো পরিস্থিতি ঠিক হতে পারে। তবে শেয়ার সরবরাহ বৃদ্ধি না করলে আবারো উস্ফোলন হবে।
বাংলাদেশ ব্যাংকের এঙ্িিকউটিভ ডিরেক্টর জাহাঙ্গির আলম বলেন, পঁজিবাজার চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সকল ধরণের টেকনিকেল সাপোর্ট দেয়া হবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুজিবাজারে বিনিয়োগে বাধ্য করবে না বাংলাদেশ ব্যাংক। একই সাথে সুদ হারের সবোচ্র্চসীমাও নির্ধারণ করছে না।
(শীর্ষ নিউজ ডটকম/ এএএম/এনএইচকে/এআইকে/২২.০০ঘ.)

Comments